দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলা কুল্লাগড়া ইউনিূন পরিষদ মিলনায়তনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজিত সুশাসনের জন্য গণ সংগঠন শািক্তশালী করণ প্রকল্প( স্কোপ ) সহযোগিতায় দিনব্যাপি গণশুনানী মূলক কার্যক্রম বাস্তবায়িত হয়।

বুধবার গণ সংগঠনের সভনেত্রী পরমা রুগা‘র সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (ভিজিডি) কর্মসূচী বাস্তবায়নে গণশুনানী মূলক আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্লাগড়া ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সাংমা। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন স্কোপ প্রকল্পের সমন্বয়কারী আক্তারাজ্জুমান ভূঁইয়া, কমিউনিটি মবিলাইজার নিরন্তর বনোয়ারী।

আলোচনায় অংশ নেন প্যানেল চেয়ারম্যান ইদ্রিছ আলী সংগঠনের মোঃ আব্দুল আলী ,শারমীন সুলতানা, প্রাঞ্জল রেমা প্রমূখ। প্রশ্নোত্তর পর্যায়ে কুল্লাগড়া ইউ,পি চেয়ারম্যান সুব্রত সাংমা বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে ১৪২ জন গরীব উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হবে। দিনব্যাপি গণশুনানী মূলক আলোচনায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

(এনএস/এএস/অক্টোবর ০৫, ২০১৬)