মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার আইন-শৃংখলার উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাগুরা প্রেস ক্লাব আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম এহাসন উল্লাহ।

সাংবাদিক আবুল খায়ের আবলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজল হুদা, প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, সাংবাদিক শমীম খান, অলোক বোশ, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন শাহিন, আইয়ুব হোসেন খানসহ অন্যান্যরা।

জেলার আইন-শৃংখলার উন্নয়নে সভায় সন্ত্রাস, মাদক,যৌন হয়রানি, গ্রাম্য সামাজিক দ্বন্দ্ব বিরোধ সংঘর্ষ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা।

এ সময় পুলিশ সুপার এ কে এম এহাসন উল্লাহ বলেন, জেলার আইন-শৃংখলার উন্নয়নে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অপরাধিরা যাতে অপরাধ করে সহজে পার না পায় এ জন্য ইতিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০০ অধিক সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া এ এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুলিশ বক্স স্থাপন করা ছাড়াও অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম পরিচলনা করছে পুলিশ। এ সময় পুলিশ সুপার আইন-শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

(ডিসি/এএস/অক্টোবর ০৮, ২০১৬)