নওগাঁ প্রতিনিধি : অসাম্প্রদায়িক গ্রাম বাংলার বহুদিনের ঐতিহ্য শারদীয় দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসব । এই উৎসবের আনন্দকে ভাগাভাগি করতে শনিবার মহা-সপ্তমীর দিন বেলা পৌনে ১১টায়  নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, সদরের সুলতানপুর মহল্লায় নিতাই গৌর ভজন মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বী প্রায় দেড় শতাধিক দরিদ্রের মাঝে শাড়ি বিতরণ করলেন।

এই শাড়ি (বস্ত্র) বিতরনের মধ্যদিয়ে তিনি এসব দরিদ্রদের জানালেন ‘শারদ শুভেচ্ছা’। একই সঙ্গে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছাসহ জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। পরে শহরের আখড়াবাড়ী মন্দির ও বুড়া কালীমাতার মন্দির পরিদর্শন করেন। সেখানেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাসহ জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় সুধীজন তার সঙ্গে ছিলেন।

(বিএম/এএস/অক্টোবর ০৮, ২০১৬)