নওগাঁ প্রতিনিধি : শুক্রবার রাতে নওগাঁর আত্রাইয়ে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেওলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হায়দুর রহমানে বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তার টিনসেড তিনটি ঘরে আগুণ ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে রক্ষিত নগদ প্রায় ২৫ হাজার টাকা, ধান চাল, পরিধেয় বস্ত্র ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা যাবত চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন।

স্থানীয় লোকজনের অভিযোগ আগুন লাগার সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করা হয়েছিল। তারা বিদ্যুতের লাইন বন্ধ না করায় আগুন নিভাতে বিলম্ব হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমানও বেড়ে গেছে। এদিকে এ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শনিবার আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(বিএম/এএস/অক্টোবর ০৮, ২০১৬)