চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সোমবার উপজেলা চত্বরে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও এফপিবি পাবনা জেলা শাখার আয়োজনে ৪০ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এফপিবি পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর কাজী আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা। বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল।

এ সময় এফপিবি’র পাবনা জেলা কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, জাকির হোসেন, কামরুজ্জামান খোকন, আ’লীগ নেতা জুয়েল মির্জা, ছাত্রলীগ নেতা আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এএস/অক্টোবর ১০, ২০১৬)