নওগাঁ প্রতিনিধি : “দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশল সমূহ বলতে হবে” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক এমপি। সকালে পুরনো কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন ম্যানেজার সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। পরে আগুন লাগলে বা ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় তার মহড়া দেখানো হয়।

(বিএম/এএস/অক্টোবর ১৩, ২০১৬)