নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান গত আগষ্ট মাসের মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, আসামী গ্রেফতার, মটরযান প্রসিকিউশন দাখিল ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার  হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান নিয়ামতপুর থানা, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার মোঃ আব্দুল করিম এসআই, পত্নীতলা থানা, মোঃ আশিক ইকবাল এসআই, বদলগাছী থানা, মোঃ শহিদুল ইসলাম, এসআই, মান্দা থানা, বিশেষ পুরস্কার (অস্ত্র উদ্ধার) মোঃ মোজাম্মেল হক, এসআই, ধামইরহাট থানা এবং সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, আসামী গ্রেফতার, মোটরযান প্রসিকিউশন দাখিল ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, বদলগাছী থানা, শ্রেষ্ঠ গ্রেফতারকারী মোঃ আব্দুল আনাম, এসআই, নওগাঁ সদর মডেল থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার গোপাল চন্দ্র মন্ডল, সদর ট্রাফিক, বিশেষ পুরস্কার (অস্ত্র উদ্ধার) মোঃ মোয়াজ্জেম হোসেন, নিয়ামতপুর থানা, বিশেষ পুরস্কার (অপহৃত ভিকটিম উদ্ধার) মোঃ সোহেল রানা, নওগাঁ সদর মডেল থানা, শ্রেষ্ঠ উদ্ধারকারী মোঃ মাসুদ রানা, এএসআই, মাতাজিহাট তদন্তকেন্দ্র, মহাদেবপুর, শ্রেষ্ঠ ডিবি অফিসার মোঃ মিজানুর রহমান, এএসআই, ডিবি, তাদের মাঝে সন্মাননা পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মুহাম্মদ রাশিদুল হক (পশ্চিম) রকিবুল আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (ডিএসবি) ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (সদর সার্কেল) সামিউল ইসলাম, সিনিয়র, সহকারী পুলিশ সুপার, (সদর দপ্তর) মোহসিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মোঃ ইয়াছিন আলীসহ জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/অক্টোবর ১৩, ২০১৬)