সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনু ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা জি.এম.এ গফুর, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা অমল ব্যানার্জী, কিরন্ময় সরকার, আফজাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সীমান্ত দাস।

(আরকে/এএস/অক্টোবর ১৩, ২০১৬)