আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগ আসাদ সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

যুক্তরাজ্যভিত্তিক পযর্বেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটির তুর্কি সীমান্তের আজাজ শহরের কাছে সেনাবাহিনী পরিচালিত একটি চেকপয়েন্ট লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তবে কারা ওই হামলাটি চালিয়েছে তা জানা যায়নি। নিহতদের মধ্যে ১৪ জন সরকার বিদ্রোহী যোদ্ধা।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০১৬)