কুষ্টিয়া প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রাখা হয়েছে। নাম পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে একাত্তরের কুখ্যাত রাজাকারের নাম মোচন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেটে ৫৪৮টি এজেন্ডা আলোচনা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের প্রতিষ্ঠালগ্নের নাম শাহ আজিজুর রহমান। তিনি ছিলেন একাত্তরের কুখ্যাত রাজাকার। তাই তার নাম পরিবর্তন করে মিলনায়তনের নামকরণ করা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। প্রথমে ২০১২ সালের ১৪ মে হাইকোর্ট এ ভবনটির নাম পরিবর্তনে নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়িত না হলে ২০১৫ সালের ১৮ আগষ্ট হাইকোর্টের এক আইনজীবী বিষয়টি আদালতে উপস্থাপন করেন।

পরে ২৫ আগষ্ট হাইকার্টের একই বেঞ্চ এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। কিন্তু তারপরেও আদেশ বাস্তবায়িত না হওয়ায় একই আদালত ৩ নভেম্বর উপাচার্যকে একই আদেশ দেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেটে নাম পরিবর্তন করা হয়েছে।

(কেকে/এএস/অক্টোবর ১৫, ২০১৬)