সাতক্ষীরা প্রতিনিধি : “সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার সহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ডিডিএফ এর সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান প্রমুখ।

(আরকে/এএস/অক্টোবর ১৫, ২০১৬)