নওগাঁ প্রতিনিধি : “সাদা ছড়ি হোক, আত্মনির্ভরশীলতার প্রতীক“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরনের মধ্য দিয়ে শনিবার নওগাঁয় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

এদিন বেলা ১১টায় সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এস,এম জোবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনা মুল্যে সাদা ছড়ি বিতরন করেন।

(বিএম/এএস/অক্টোবর ১৫, ২০১৬)