টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার তৃতীয় দফায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরআগে গত ১৮ সেপ্টেম্বর প্রথম ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার জামিন নামঞ্জুর করা হয়।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তৃতীয় দফায় এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. এস আকবর খান জানান, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা গত ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

পরে রবিবার দুপুরে আসামি পক্ষের আইনজীবী আদালতে তৃতীয় দফায় তার জামিন আবেদন করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক শুনে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।

২০১৪ সালের আগস্টে এই মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জড়িতদের নাম প্রকাশ করে।

এরপর থেকে এমপি ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় টাঙ্গাইলের ডিবি পুলিশ। গত ২০ মে এমপি ও তার ভাইদের অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৬)