টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লার দলের প্রধান গাইবান্ধার পালাশবাড়ির মতিন মেহেদীসহ ১৫ জঙ্গির প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলো গাইবান্ধার পলাশবাড়ীর শাহ মোঃ ফেরদৌস, আবু সাইদ, ফজল, রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ও মুন্না।

মামলার বিবরনে জানা যায়, দন্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পুর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে আল্লার দল নামের একটি সংগঠনের আড়ালে জঙ্গী কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করে পুলিশ ।

এ ঘটনার পরদিন এসআই মোশারফ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২০(১১)/২৫-ডি ধারায় টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন রফিকুল ইসলাম আলো আর আসামী পক্ষের আইনজীবি হিসেবে মামলা পরিচালনা করেন গোলাম মোস্তফা মিয়া।

(এমএনইউ/এএস/অক্টোবর ১৮, ২০১৬)