নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাতে নওগাঁর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার কালোবাজারে বিক্রির উদ্দেশে রাখা ১শ’ বস্তা কালো এলাচ এবং ৩১ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে।

নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার চকজাফরাবাদ ডাক্তারের মোড় থেকে হাজী মোঃ আব্দুল মালেক(৬৫)কে গ্রেফতার ও তার বাড়ি থেকে ১০০ বস্তা কালো এলাচ উদ্ধার করা হয়। হাজী আব্দুল মারেক ওই মহল্লার মৃত মছির উদ্দীনের পুত্র। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় কালো বাজারীর দায়ে নিয়মিত মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে আরও দুইটি নওগাঁ সদর থানাধীন চকদেবপাড়া আবহানী ক্লাবের পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার ৫৮৫ টাকাসহ শ্রী সন্তোষ বাঁশফোঁর (৩২) কে এবং মধ্য দূর্গাপুর আরামবাগ বিস্কুট ফ্যাক্টরীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সুমন আলী(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৮, ২০১৬)