নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে স্থানীয় প্রভাবশালী মহল সরকারি জায়গায় বালু ভরাট করে স্থাপনা গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর মৌজায় আত্রাই রেলওয়ে স্টেশনের পূর্বদিকে আত্রাই-কাশিয়াবাড়ি রাস্তা সংলগ্ন সরকারী একটি জলাশয় রয়েছে, (যার জেএল নং- ৫১, দাগ নং- ১০৫৭ ও ১০৪৯, খাতয়ান নং-৯, জমির পরিমান ১৫ শতক)। ওই জলাশয় স্থানীয় একটি প্রভাবশালী মহল চলতি বছরে স্থানীয় ভূমি অফিস থেকে লিজ গ্রহন করেন। সরকারী বিধি অনুযায়ী সরকারি কোন সম্পত্তি লিজ নিয়ে সেটার শ্রেণী পরিবর্তন করা যায় না। অথচ মাঠিয়াল হিসেবে এ জলাশয় খতিয়ানে উল্লেখ থাকলেও লিজগ্রহিতারা সেখানে বালু ভরাট করে স্থাপনা নির্মাণে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে জমিটির শ্রেণী পরিবর্তন করে সেখানে স্থাপনা গড়ে তুললে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। এ জন্য তারা যাতে সেখানে স্থাপনা গড়ে তুলতে না পারে এর প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে ভরতেঁতুলিয়া গ্রামের জনৈক আব্দুল মতিন মামুন বাদি হয়ে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

আত্রাই সহকারী কমিশনার (ভূমি) এই প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়ে ইতোমধ্যেই ওই লীজ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৮, ২০১৬)