বান্দরবান প্রতিনিধি :পার্বত্য ভূমি কমিশনের সংশোধিত আইন বাতিল ও বান্দরবান নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে বান্দরবানে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।বাঙালিদের পাঁচটি সংগঠন এই হরতালের ডাক দিয়েছে।

হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হলো- পার্বত্য সমঅধিকার আন্দোলন পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ, জাগো পার্বত্যবাসী ও বাঙালি ছাত্র পরিষদ।

সমঅধিকার আন্দোলন পরিষদের বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোস্তফা জানান, গত রবিবার হরতাল পালন করার কথা থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা থাকায় তা বাতিল করা হয়, তাই বুধবার হরতাল পালন করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে একই দাবিতে হরতাল পালন করা হবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, আতিকুর রহমান ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।





(ওএস/এস/অক্টোবর ১৯, ২০১৬)