টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ১৩ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উপজেলার হাতিবান্ধা গ্রামের বড়চালা এলাকার স্বর্গীয় বিসম্বর বর্মণের ছেলে সখী বর্মণ (৫০) এবং একই এলাকার হীরালাল বর্মণের ছেলে ভবেন বর্মণ (৪৫)।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, বুধবার দুপুরে ১৩ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০১৬)