নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগে রাণীনগর থানায় একটি মামলা দায়ের হলে অপহরণের সঙ্গে জড়িত জয়নাল নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের স্কুল পড়ুেয়া মেয়ে সুমাইয়া (১৪) কে মালঞ্চি গ্রামের করিম সরদারের ছেলে সুমন (২৩) প্রায় ৮ মাস ধরে স্কুলে যাওয়া-আসার সময় উত্যক্ত করে। পারিবারিক ভাবে বিভিন্ন সময় বহু বার তাকে নিষেধ করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর বিকেলে সুমাইয়া রাণীনগর সদরে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে নান্দাইবাড়ি পাকা রাস্তায় পৌছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে সুমন তার দলবল নিয়ে সুমাইয়াকে অপরহরণ করে নিয়ে যায়।

পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় ঘটনার চার দিন পর সুমাইয়ার চাচা কফিল উদ্দিন বাদি হয়ে রাণীনগর থানায় মূলহোতা সুমনসহ চার জনকে আসামী করে থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের সহযোগী মালঞ্চি গ্রামের জামাল উদ্দিনের ছেলে জয়নালকে গ্রেফতার করে। বুধবার দুপুরে জয়নালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৯, ২০১৬)