সাতক্ষীরা প্রতিনিধি : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুর একটার দিকে সাতক্ষীরা তালা উপজেলার সদরের মহল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল ইসলাম (৫০)। তিনি তালা সদরের মহল্লাপাড়ার আইজদ্দিনের ছেলে ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মৃতের স্বজনরা জানান, রবিউল ইসলাম বুধবার দুপুর একটার দিকে নিজের বাড়ির দোতলায় ছাদ ঢালাই এর তদরারকি করছিলেন। এ সময় ছাদের পাশ দিয়ে টানা ২২০ ভোল্টেজ লাইনের তারের সঙ্গে তার হাতে থাকা একটি লোহার পাইপের সংস্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছড়ির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/অক্টোবর ১৯, ২০১৬)