আল ফয়সাল বিকাশ, বান্দরবান:বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটক গাইডের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার বিকেলে একটি জীপ নিয়ে গাইড রবানা তালুকদার ঢাকার দক্ষিণ গাজীপুরের ৩ পর্যটককে সাথে নিয়ে পর্যটন স্পট বগালেক যাচ্ছিলেন। ১১ কিলো নামক স্থানে যাওয়ার পর জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাইডসহ ৩ পর্যটক আহত হন। আহত পর্যটকরা হলেন সাইনুজ্জামান (৩৫) আমিনুল ইসলাম (৩২) ও নিউচি রেখা (২৪)। আহতদের মধ্যে গাইডের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গাইড রবানা তালুকদারের আত্মীয় লিটন চক্রবর্তী জানান, রুমা-বগালেক সড়কের ১১ কিলো নামক স্থানটি অত্যন্ত ঝুঁকিপুর্ণ। প্রায় সময় ঐ এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে। বুধবার বিকেলে দুর্ঘটনা ঘটার পর আহতদের প্রথমে রুমা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করেন। পর্যটকরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ঢাকায় চলে যান আর গাইডের অবস্থা আশংকাজনক থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





(এএফবি/এস/অক্টোবর ২১, ২০১৬)