কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি শামসুল হুদা চৌধুরী টাইডেল জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পরিবহন মালিকের সাথে প্রশাসনের বৈঠকে লিংক রোডের কাউন্টার সমুহ খোলা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলে তারা এ সিদ্ধান্ত নেন। পরে কাউন্টার খোলে দেয়ার পর তারা বাস চলাচল শুরু করেছেন।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হয়। পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন, বুধবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড়স্থ বাস কাউন্টার বন্ধ করে ভাংচুর করা হয়। বিনা নোটিশে কাউন্টার বন্ধ এবং কাউন্টার ভাংচুর করার প্রতিবাদে তারা এ ধর্র্মঘটের ডাক দেয়। প্রশাসন বলছে, ২ মাসের আগের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় লিংক রোড মোড় থেকে বাস কাউন্টারগুলো এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু সিদ্ধান্ত অমান্য করায় বুধবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বাস কাউন্টারগুলো সিলগালা করে দেয়।

(টিটি/এটিআর/জুন ১২, ২০১৪)