মাগুরা প্রতিনিধি :‘দোষারোপ নয়, দুর্ঘনার কারণ জানতে হবে-সবাইকে নিয়ম মানতে হবে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায়  গতকাল শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই মাগুরা জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই মাগুরা জেলা শাখার সভাপতি আবু মো. ফিরোজের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম খান, সংগঠনের জেলা সাধারণ সমম্পাদক আবু ইমাম বাকের, জেলা এনজিও কো-অডিনেটর আব্দুল হালিম, বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহারুল ইসলাম খান, মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্যরা।

সভায় বক্তরা সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।






(ডিসি/এস/অক্টোবর ২২, ২০১৬)