আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পাইকস্তানের একটি আদালত।

২০১৪ সালে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)তে হামলার ঘটনায় শুক্রবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এই নির্দেশ দেয়।

একই সঙ্গে একই ঘটনায় পাকিস্তানে আওয়ামী তেহরিক (পিএটি)-এর প্রধান তাহিরুল কাদরিকেও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

২০১৪ সালের ১ সেপ্টেম্বর পিটিআই ও পিএটি-র কমপক্ষে ৪০০ জন সদস্য পিটিভি-র প্রধান অফিসে জোর করে ঢুকে পড়ে দু’টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই গ্র্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে এটিসি’র বিচারক কাওসর আব্বাস জাইদি আদালতে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের গ্র্রেফতারের নির্দেশ কেন পুলিশ এখনও বাস্তবায়ন করেনি, তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী মাসের ১৭ তারিখের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরি এবং ঘটনার সঙ্গে যুক্ত বাকি ৬৮ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।







(ওএস/এস/অক্টোবর ২৩, ২০১৬)