বিনোদন ডেস্ক : শেষ হয়েছে ‘সত্তা’র শুটিং। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবিটি এবার সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নির্মাতা কল্লোল জানালেন, নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ সেন্সর সনদের জন্য জমা পড়বে ‘সত্তা’। সেন্সর নিশ্চিত হলেই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষ শুক্রবার।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। ১৫-২০ অক্টোবর কক্সাবাজারে দুটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ‘সত্তা’র শুটিং শেষ হয়।

২০১৪ সালের ১৬ নভেম্বর ‘সত্তা’র শুটিং শুরু হয়েছিল। মূলত শাকিব খানের সঙ্গে অন্য শিল্পীদের শিডিউল মিলাতে না পারায় এত সময় লেগেছে। তবে পরিচালক আশ্বস্ত করে বলেন, ‘দীর্ঘ সময় লাগলেও ছবিটি দর্শকদের খারাপ লাগবে না। কারণ শাকিব ও পাওলি যার যার জায়গায় বেশ ভাল করেছেন।’

সিনেমাটিতে আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।

‘সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনায় এ ছবিতে ছয়টি গান থাকছে। কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৬)