আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিতকে তলব করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। ভারতীয় সেনাবাহিনীর গোপন নথি চুরির অভিযোগে বৃহস্পতিবার পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গ্রেফতারের পর পাক রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাকিস্তানি এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে। পরে দিল্লির কূটনৈতিক এলাকা চানাকিয়াপুরির পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ পাকিস্তানি ওই কর্মকর্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের অপরাধ বিভাগের কর্মকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে সিংহকে এ বিষয়ে অবগত করেছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ওই কর্মকর্তা নয়াদিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিতের স্টাফ। তার কাছে থেকে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ।

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ৩৫ বছর বয়সী ওই কর্মকর্তার নাম মেহমুদ আখতার। ভারতীয় গোয়েন্দা এক সপ্তাহ ধরে তার গতিবিধির ওপর নজর রেখেছিলেন। জিজ্ঞাসবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে, এনডিটিভি বলছে, পাকিস্তানি ওই কর্মকর্তার কাছে গোপন সেনা নথি ফাঁস করে দেয়ার অভিযোগে রাজস্থান থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০১৫ সালে পাকিস্তানি গোয়েন্দাদের তত্ত্বাবধানে নয়াদিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ পাক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই পাক কর্মকর্তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায় ভারত।

এমন এক সময় ওই পাক কর্মকর্তাকে গ্রেফতার করা হল যখন দুই দেশের মাঝে চরম উত্তেজনা চলছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনার প্রাণহানির পর এ উত্তেজনার সূত্রপাত্র হয়।

এর পর গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক অভিযান পরিচালনা করে। এতে বহু জঙ্গি ও সাত পাক সেনা নিহত হয়েছে বলে ভারত দাবি করলেও পাকিস্তান নয়াদিল্লির অভিযানের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এর পর থেকেই চিরবৈরী এ দুই দেশের মাঝে চরম উত্তেজনা চলছে।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০১৬)