আন্তর্জাতিক ডেস্ক : সামান্য টাকা বোনাস নয় বরং দীপাবলি উপলক্ষে কর্মচারীদের গাড়ি ও ফ্ল্যাট উপহার দিয়েছেন মালিক। গুজরাটের হীরা ব্যবসায়ী সাবজি ঢোকাকিয়া তার কর্মকর্তা-কর্মচারীদের ১ হাজার ২৬০টি গাড়ি ও ৪০০ ফ্ল্যাট দিয়েছেন। গত বছর এই ব্যবসায়ী কর্মচারীদের ৪৯১টি গাড়ি ও ২০০ ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। এবারও ৫১ কোটি টাকা খরচ করে কর্মচারীদের মূল্যবান উপহার দিলেন তিনি।

হরেকৃষ্ণ এক্সপোর্টের মালিক সাবজি ঢোকাকিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হল আগামী পাঁচ বছরের মধ্যে কোম্পানির প্রতিটি কর্মচারীর যেন নিজস্ব ফ্ল্যাট ও গাড়ি থাকে। একথা মাথায় রেখেই গাড়ি এবং ফ্ল্যাট উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে তাদের গাড়ি দেওয়া হচ্ছে।’

ঢোলাকিয়ার কোম্পানিতে কাজ করেন সাড়ে পাঁচ হাজার কর্মচারী। এদের জন্য প্রতি বছর কমপক্ষে ৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে। পৃথিবীর ৭৫টি দেশে হীরার গহনা রপ্তানি করেন সাবজি ঢোকাকিয়া। কর্মীদের সর্বোচ্চ সুবিধা প্রদানের কথা মাথায় রাখেন তারা।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৬)