বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে সংখ্যালঘু এক গৃহবধুর উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলা চুনখোলা ইউনিয়নের ইংরেজ বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে রাজনৈতিক দলের নেতা, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কাজী কেরামত আলী, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মনির মুন্সি, শ্রমিক নেতা আবুল বাশার শিকদার, ডা. শুকুমার চিন্তাপাত্র, মাহবুবুর রহমান মোল্লা, শান্তি রাম মন্ডল, ডা. হাবিবুর রহমান চৌধুরী, সাবিত্রী চৌধুরী, সাবেরা বেগম, পৈশাচিক নির্যাতনের শিকার গৃবধুর স্বামী প্রকাশ মজুমদার প্রমুখ।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তারা বলেন, সংখ্যালঘু গৃহবধুকে পৈশাচিক নির্যাতনের পর তাকে কুপিয়ে যখমের প্রকৃত ঘটনা আড়াল করে পুলিশ শুধুমাত্র যখমের মামলা রেকর্ড করেছে। অনতিবিলম্বে প্রকৃত ঘটনায় মামলা রেকর্ড করাসহ ধর্ষক সোবান মোল্লাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানায়। তবেই এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধ সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মোল্লাহাটে উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের সংখ্যালঘু পরিবারের দুই সন্তানের জননী এক গৃহবধুর উপর প্রতিবেশী সোবান মোল্লা নামের এক ব্যক্তি আস্ত্রের মুখে পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় গৃহবধুর স্বামী বাধা দিলে তার দায়ের কোপে পৈচাশিক নির্যাতনের শিকার ওই গৃহবধু গুরুতর আহত হয়। তার স্বামী মোল্লাহাট থানায় মামলা করতে গেলে পুলিশ কৌশলে শুধুমাত্র কুপিয়ে আহত করার ঘটনায় মামলা রেকর্ড করে।

(একে/এএস/অক্টোবর ৩০, ২০১৬)