বিনোদন ডেস্ক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের আজ জন্মদিন। ১৯৪৬ সালের এদিনে নীলফামারী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। মঞ্চনাটকের মাধ্যমে তাঁর অভিনয়ে পথচলা শুরু।

৭০ বছরে পা রাখলেন এ গুণী ব্যক্তিত্ব।

দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যুক্ত আছেন তিনি। মঞ্চে 'নূরুল দীনের সারাজীবন' নাটকে তাঁর অভিনয় এখনো দাগ কেটে আছে মানুষের হৃদয়ে।

নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের 'কোথাও কেউ নেই' নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন নূর।

আসাদুজ্জামান নূর বলেন, 'জন্মদিন বিশেষ কোনো ঘটনা নয়। ভালো কাজের মাঝেই জন্মের সার্থকতা। জন্মদিন নিয়ে আলাদা কোনো উচ্ছ্বাস কাজ করে না। প্রতিদিনের মতোই কাজের মধ্যে কেটে যাবে দিনটি

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০১৬)