বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া একটি নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের সামনে কর্তৃপক্ষের কাছে এ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডা. আবু দাউদ, বাগেরহাট চেম্বারের সাবেক সভাপতি সরদার আনসার উদ্দিন, ডা. মশিউর রহমান, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ। বক্তারা বলেন, প্রায় ১৭ লাখ মানুষ অধ্যুসিত বাগেরহাট সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে এ্যাম্বুলেন্স সংকট ছিলো। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া এ্যাম্বুলেন্সে ফলে দুর দুরান্ত থেকে আসা রোগীদের সহায়ক ভুমিকা পালন করবে। হাসপাতালের চিকিৎসক সংকটসহ নানা সমস্যা অচিরেই সমাধান হবে বলেন তারা আশা প্রকাশ করেন ।

(একে/এএস/অক্টোবর ৩১, ২০১৬)