বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আয়কর মেলা ২০১৬’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীব বাহাদুর উশৈসিং এমপি।

দিনব্যাপী আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহামদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, নির্বাহী অফিসার সুজন চৌধুরী, শীর্ষকরদাতা ও আওয়ামীলীগ নেতা অমল কান্তি দাসসহ করদাতা ও কর কমিশনাররা উপস্থিত ছিলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-২’র পরিদর্শী যুগ্ম কর কমিশনার বেগম শামিনা ইসলাম।

আয়কর অফিস সুত্রে জানাগেছে, গতবছর আয়কর রির্টান দাখিল করেছেন প্রায় সাড়ে ১১শ ব্যক্তি ও প্রতিষ্ঠান। যা গত ২০১৫ তে ছিল মাত্র ৭শত। চলতি বছর আরো অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়করের আওতায় আসবে বলে সংশ্লিষ্টদের ধারনা।

(এএফবি/এএস/নভেম্বর ০২, ২০১৬)