বাগেরহাট প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের মন্দির ও বাড়ি ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ব্যনারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী উপদেষ্টা সদস্য বাবুল সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদে হিন্দুদের ১৫টি মন্দির ও শতাধিক বাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। এছাড়া দিনাজপুরে শিশু ধর্ষণকারীর ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

(একে/এএস/নভেম্বর ০২, ২০১৬)