বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদররের তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। হজরত খানজাহান (রহ:) মাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে এই তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছার পারভিন, নারীনেত্রী রিজিয়া পারভিন প্রমুখ।

ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বাল্যবিয়ে প্রতিরোধর মধ্য দিয়ে নারীদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে লক্ষ রেখে তাদের সাবলম্বী করে উপযুক্ত বয়সে বিয়ে নিশ্চিত করতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেকেই নারী। তাই দেশের উন্নয়নে নারীদের ভূমিকা নিশ্চিত করতে সুশিক্ষিত ও বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন গড়তে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, সরকারের ২০২১ সালকে (ভিশন) সামনে রেখে দেশকে এগিয়ে নিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তিনটি ইউনিয়নকে নয় পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে এই তিন ইউনিয়নের মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন। ইতোপূর্বে এই তিনটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ বছরের নিচে শিক্ষার্থীরা বাল্য বিয়ে করবেনা বলে অঙ্গিকার করেন। অনুষ্ঠান শেষে বাগেরহাটের জেলা প্রশাসক সবাইকে বাল্যবিয়ে না করার শপথ বাক্য পাঠ করান।

(একে/এএস/নভেম্বর ০৩, ২০১৬)