সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ি শুভকে (২৬) ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে শহরের পলাশপোলের স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে একটি মোর্ট সাইকেলসহ গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান, বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য শহরের স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ দিয়ে দু’ মাদক ব্যবসায়ি মিল বাজার থেকে মোটর সাইকেলে পাকাপোলের দিকে যাচ্ছে মর্মে তিনি গোপনে খবর পান। এরই ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা বুধবার রাত ১০টার দিকে স্ট্রেডিয়াম ব্রীজের পাশে অবস্থান নেন। এ সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে তারা গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে শুভকে আটক করা গেলেও তার সহযোগি পালিয়ে যায়। শুভ’র দেহ তল্লাশি করে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় তাÍ ব্যকহৃদ মোটর সাইকেলটিও। গ্রেফতারকৃত শুভ জামায়াত নেতা আলীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিচুর রহমান ছোট এর ছেলে।

এদিকে শুভ’র অভিযোগ বুধবার রাত ৮টার দিকে তাকে বাড়ির পাশ থেকে ধরে এনে পরিকল্পিতভাবে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় চালান দিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন মোল্লা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান বাদি হয়ে বুধবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুভ’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তাকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/নভেম্বর ০৩, ২০১৬)