মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সিংহ ভাগ নির্মাণ কাজ শেষ হলেও ৭ বছরেও শেষ হয়নি এর কাজ।

সরকার ওই হাওড় অঞ্চলের লোকজনের ক্ষয়ক্ষতি নিরসন কল্পে ২০০৮-৯ অর্থ বছরে মদন ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু করেন। এ প্রকল্পে কার্যাদেশ পান ঢাকার মেসার্স আরিফ এন্টারপ্রাইজ । উক্ত তারিখ থেকে ৩ শ ৩০ দিনের মধ্যে কাজ সমাপ্ত করার নির্দেশ থাকলেও ৭০ ভাগ কাজ শেষ করেই হঠাৎ ঠিকাদার উধাও হয়ে যায়। এতে অনিশ্চিত হয়ে পড়ে ফায়ার সার্ভিস স্টেশনের কাজ। দীর্ঘ দিন ধরে নিমার্ণ কাজ বন্ধ থাকায় এলাকার উঠতি বয়সের ছেলেদের মাদক সেবনের আস্তানা হয়ে পড়েছে।

এ ব্যাপারে নেত্রকোণা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রনালয়ে এ কাজটি শেষ করার জন্য সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাব অনুমোদন হলেই বাকি কাজ শুরু করা হবে।

গত ৭ বছরে ফায়াস সার্ভিস স্টেশনটির কাজ সম্পর্ণ না হওয়ায় কোন কাজে আসছে না এলাকাবাসীর। প্রতিবছর ভস্মীভূত হচ্ছে পৌর সদরসহ ৮ ইউনিয়নের কোটি টাকার সম্পদ ।

(এএমএ/এএস/নভেম্বর ০৪, ২০১৬)