টাঙ্গাইল প্রতিনিধি : ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতী ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এই সম্প্রীতি নষ্ট করা জন্য জামায়াত-শিবির বিএনপির সহায়তায় বার বার এ ধরনের হামলা করছে। ইতিপুর্বে যেসব স্থানে এধরনের ঘটনা ঘটেছে সরকার দ্রুত আইনী ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের কাছে বকেয়া থাকলে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। সিটিসেল কোম্পানী আদালতের আদেশ অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করতে বাধ্য।

প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামীগের নেতা-কর্মীদের মত-বিনিময় সভায় বক্তব্য রাখে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(এমএনইউ/এএস/নভেম্বর ০৪, ২০১৬)