নওগাঁ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে অব্যাহত হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ সারাদেশে মন্দির ভাংচুরের প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় শহরের ব্রিজের মোড়ে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট পিযুষ কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, প্রতাপ কুমার সরকার, সুজিৎ কুমার সাহা, অসিত বরন সাহা নৃপেন, ব্রজেন্দ্র নাথ সাহা প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করনসহ নাসিরনগর, বরিশাল, যশোর, বগুড়া, গাইবান্ধা, নওগাঁর মান্দা সহ সারাদেশে এমন সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন। একই দাবীতে সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে একুশে পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করে। শহরের তাজের মোড়ে রংপুর ও নওগাঁর রানীনগরসহসহ সারাদেশে নারী ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

(বিএম/এএস/নভেম্বর ০৪, ২০১৬)