নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :দলের সাথে বেঈমানী করে কখনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো না। যারা দল থেকে মনোনয়ন না পেয়ে দলের বিপক্ষে গিয়ে নির্বাচন করেন তারা জাতীয় বেঈমান। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর (শাহজানী, আটাপাড়া, মারমা, ধলাই) চৌহালী যমুনা নদীর ভাঙ্গন রক্ষা ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বেড়িবাঁধ কাজের অগ্রগতি দেখতে গিয়ে আজ শনিবার সকালে শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। বর্তমান সরকার হতদরিদ্রদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ এবং তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

সভায় ভারড়া ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব তালুকদার প্রমূখ। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





(আরএসআর/এস/নভেম্বর ০৫, ২০১৬)