আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তে নেমে এতে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। নির্বাচনের মাত্র দু’দিন আগে এ কথা জানাল এফবিআই।

বিবিসির খবরে বলা হয়েছে, কংগ্রেস সদস্যদের লেখা চিঠিতে এফবিআই পরিচালক জেমস কমে বলেছেন, এর আগের তদন্তে যে ফল পাওয়া গেছে তার পুনর্বিবেচনায় নতুন কিছু পাওয়া যায়নি।

এর আগে জুলাইয়ে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় নিজের ব্যক্তিগত সার্ভারে স্পর্শকাতর উপাদান ব্যবহারে ক্লিনটন দায়িত্বহীন ছিলেন, তবে এতে অপরাধমূলক কিছু ছিল না।

পরে বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয়। ক্লিনটনের ঘনিষ্ঠ এক উপদেষ্টার স্বামীর ল্যাপটপে কিছু ই-মেলই আবিষ্কৃত হওয়ার পর বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয় বলে অভিযোগ রয়েছে।

তবে হিলারির ই-মেইল বিষয়ে গত মাসে এফবিআই নতুন করে তদন্ত শুরুর কথা জানালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে নতুন তদন্ত শেষে জুলাইয়ের সিদ্ধান্তেই অনড় থাকলো এফবিআই।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০১৬)