বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছাত্রজীবনই জীবনের মধুরতম সময় এর পক্ষে-বিপক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে ওই রম্য বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেটিং সংঘ।

বিতর্কের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এসমসয় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিতর্কের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম.এ সাত্তার মন্ডল। বিতর্কের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম ও অধ্যাপক মো. সাইদুর রহমান।

ছাত্রজীবনই জীবনের মধুরতম সময় এই বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক ও বিপক্ষে ৫ জন শিক্ষার্থী।

বিচারকদের নম্বরে প্রতিপক্ষ দলের শিক্ষার্থীরা জয় লাভ করলেও প্রধান বিচারক দুই দলকেই জয়ী বলে ঘোষণা করেন। পরে গানে গানে দর্শক মাতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড দল পরসিয়াস।


(এমএসএস/এস/নভেম্বর ০৭, ২০১৬)