জবি প্রতিনিধি : হিন্দুসম্প্রদায়ের লোকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এমন অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও পুরান ঢাকার ২২টি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটা সভ্য দেশের মন্ত্রী কীভাবে একটি সম্প্রদায়কে গালি দিতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরো বলেন, নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হবিগঞ্জ ও সুনামগঞ্জেও স্বার্থান্বেষীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং প্রাশাসন নির্বিকার ছিল। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেব প্রসাদ চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজিবুল্লাহ হিরু, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রিয়ব্রত পাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি ড. অরুণ কুমার গোস্বামী, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্থানীয় হিন্দু পরিষদের নেতা রঞ্জন বিশ্বাস, মহাকাল মদন প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০১৬)