গাজীপুর প্রতিনিধি : টানা ৩ দিন ছুটি হওয়ায় পোশাক শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণ এখন ঘরমুখী। এ কারণে চাপ পড়েছে পরিবহনে। এতে সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী মানুষেরা।

শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা থেকে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর পর্যন্ত ২০ কিলোমিটার আর চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোণাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ভোর রাতে টাঙ্গাইলের গোড়াইয়ে একটি গাড়ির এক্সেল ভেঙ্গে না গেলে যানজট এত দীর্ঘ সময়ের হতো না। তবে জুম্মার নামাজের মধ্যেই যানজট নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

(ওএস/অ/জুন ১৩, ২০১৪)