গাইবান্ধা প্রতিনিধি : জেলার বামনডাঙ্গা-কাউনিয়া সেকশনের মধ্যে রেল যোগাযোগ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় গাইবান্ধার বামনডাঙ্গা রেলস্টেশনে দিনাজপুর থেকে শান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচুত্য হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ আবার শুরু হয়।

বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার হাইউল বলেন, স্টেশনে রেলকর্মীরা লাইনের স্লিপার পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় সিগন্যাল খেয়াল না করে চালক ট্রেন নিয়ে স্টেশনে ঢুকে পড়ে। এতে ইঞ্জিন ও বগিটি লাইনচুত্য হয় । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ওএস/জেএ/জুন ১৩, ২০১৪)