বিনোদন ডেস্ক : আবারো একসাথে জুটি হয়ে অভিনয় করলেন আনিসুর রহমান মিলন ও মৌসুমি হামিদ। চ্যানেল আইতে ১১ নভেম্বর রাত ৮টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘গাণিতিক প্রেম’। শওকত আলী রানার চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবিটিতে দেখা যাবে মিলন-মৌসুমিকে।

টেলিছবির গল্পে দেখা যাবে মিলন ও মৌসুমি দুজন দুজনকে ভালোবাসে। মৌসুমির বাবা খন্দকার একসময় গ্রামে ডাকাত সর্দার ছিলেন। এখন সব ছেড়ে গ্রামে প্রভাব প্রতিপত্তি বিরাজ করেছেন।

আর খন্দকার সাহেবের দুই ছেলে কোনো কিছু তো করেই না বরং সারাদিন বিভিন্ন সিনেমা দেখে নানা অ্যাডভেঞ্চারে মেতে থাকে। এদিকে ইউনিভার্সিটির ছুটিতে বাড়ি যাওয়ার আগেই মৌসুমি বিয়ে করেন মিলনকে।

প্রথমে গোপন রাখলেও ধীরে ধীরে বিষয়টি জানাজানি হয়। বিপদ বুঝে মিলন হাজির হন মৌসুমির বাড়িতে। মৌসুমির দুই ভাইকে হাত করে এবং তাদের বিয়ের ঘটনা বাবার কাছে প্রকাশ করেন কৌশলে।

সব শুনে রেগে যান খন্দকার সাহেব। সমস্যা সমাধানে এগিয়ে আসেন মৌসুমির দাদি। পারিবারিক ও নানা হাস্যরসাত্মক এমন গল্পেই এগিয়ে চলে কাহিনী।

এখানে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০১৬)