নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারের পাশে আত্রাই নদীর দু’পারের অন্তত লক্ষাধিক মানুষের পারাপারের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। নদীর ওপর একটি ব্রীজ অভাবে দু’পারের মানুষ বর্ষায় নৌকা এবং খরা মৌসুমে বাশেঁর তৈরি চাটাই বা সাঁকোর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সেখানে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর অনেকদিনের।

দেশ স্বাধীনের পর থেকে বিগত কয়েকটি সরকারের এমপি, মন্ত্রীর কাছে উপজেলার পূর্বপাড় উত্তরগ্রাম ইউনিয়ন এবং পশ্চিমপাড় চাঁন্দাশ ইউনিয়নের লক্ষাধিক মানুষের পারাপারের জন্য শিবগঞ্জ বাজার সংলগ্ন আত্রাই নদীতে একটি সেতু নির্মাণের দাবি করে আসছে এলাকাবাসী। কিন্তু স্বাধীনতার ৪৫বছর পেরিয়ে গেলেও এলাকাবাসীর এই প্রাণের দাবিটি কোন সরকারই পূরণের উদ্যোগ নেয়নি। সরকারের মন্ত্রী-এমপিরা শুধু আশারবাণী শুনিয়ে আসছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। ফলে ওই দু’ইউনিয়নের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ জরুরী কোন রোগীকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সাধারণ মানুষকে বর্ষায় নৌকা এবং খরা মৌসুমে বাশেঁর তৈরি সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে চরম ভাবে দূর্ভোগ পোহাতে হয়। শুধু একটি সেতুর অভাবে এলাকার কৃষকরাও তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। স্থানীয় এমপি বা নেতারা শুধু ভোটের সময় একবার এলাকায় যান ভোট চাইতে। তখন ব্রিজ নির্মানের শতভাগ আশ্বাস দিয়ে থাকেন। কিন্তু ভোটের পর কোন নেতাকে আর এলাকায় দেখতে পাওয়া যায়না। এমন অভিযোগ এলাকার প্রবীণদের।

এব্যাপারে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ সরকার এবং চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, উল্লেখিত স্থানে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় এমপিসহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্তমান উন্নয়নের সরকারের যোগাযোগ ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের নিকট আবেদন করেছেন। তারা আশাবাদী, এলাকাবাসীর স্বার্থে ওই স্থানে একটি সেতু নির্মাণে সরকার উদ্যোগ নিয়ে এলাকার পিছিয়ে পড়া মানুষগুলোকে উন্নয়নের চরম শিখরে এগিয়ে নেয়ার সহায়তা করবেন।







(বিএম/এস/নভেম্বর ০৯, ২০১৬)