নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

ওসি আবু জাফর বলেন, “ভাংচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুই মামলায় এ পর্যন্ত মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্যদের গ্রেপ্তারে এখনও অভিযান চলছে।

ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে তিনি জানান।
যার নামে ফেইসবুকে কথিত ‘অবমাননার’ পোস্ট এসেছিল, সেই মৎস্যজীবী রসরাজ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করে সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে হামলা চালানো হয়।







(ওএস/এস/নভেম্বর ১১, ২০১৬)