নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে শুক্রবার কেককাটা, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে উপজেলা শহরে বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষ করে নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সমাবেশ করে। সেখানে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কেককাটা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক ওমর খান ইউসুফ জাই শিশির,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু,যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এম বি,শাহীনুর রহমান শাহীন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবনেতারা বক্তব্য রাখেন।

(আরএসআর/এএস/নভেম্বর ১১, ২০১৬)