টাঙ্গাইল প্রতিনিধি :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা নামকস্থানে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে করে মোটরসাইকেল আরোহী ২জন ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় যানা যায়নি।












(এমএনইউ/এস/নভেম্বর ১২, ২০১৬)