নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর-মির্জাপুর সড়কের ধলেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য নদীর দুই পার হতে কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণের প্রায় তিন বছর অতিবাহিত হলেও কৃষকরা টাকা না পেয়ে হতাশ হয়ে গত শনিবার নির্মাণাধীন রাস্তা ও  ব্রীজের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

মো. আরজু মিয়া ও শহিদুলসহ একাধিক জমির মালিক জানান, ব্রীজ ও এ্যাপ্রোচ রাস্তার জন্য আমাদের কাছ থেকে প্রায় ৬.৪১ একর জমি অধিগ্রহণ করেন সরকার। আমরা জনস্বার্থে আমাদের ক্ষতি হওয়া সত্বেও সরকারের সকল শর্ত মেনে জমি ছেড়ে দেই। কিন্তু প্রায় তিন বছর অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে টাকা দিতে টালবাহানা করছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসকের কার্যালয় হতে ৭ধারার (৩) উপধারা মোতাবেক আমাদের বরাবর নোটিশ প্রদান করেন। নোটিশ পেয়ে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলে অফিস জানায় চলে যান টাকা সময় মতো পাবেন। তারা আরো জানান, ব্রীজ ও রাস্তার কাজ প্রায় শেষ হয়ে আসলেও আমরা আমাদের জমির ন্যায্যদাম না পেয়ে অবশেষে কাজ বন্ধ করে দিয়েছি।

ডিবিপি টাঙ্গাইল নাগরপুর ধলেশ্বরী ব্রীজ নির্মাণ কাজের দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি মালিকদের সর্বশেষ নোটিশ প্রদান করার পর আমরা ৬.৪১ একর ভূমির মূল্য বাবদ প্রায় ২ কোটি ৭লাখ ৭০হাজার টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করেছি। জেলা অফিস যাচাইবাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকদের জমির টাকা যথাসময়ে পরিশোধ করবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী এ.টি.এম রবিউল আলম জানান, কৃষকদের বিক্ষোভের কথা জানতে পেরে শনিবার ব্রীজের কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারকে নিদের্শ দিয়েছি। রবিবার কৃষকদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএসআর/এএস/নভেম্বর ১২, ২০১৬)