নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুরে এক নববধূসহ ২ মহিলা আত্মহত্যা করেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে  সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার কলমাইদ গ্রামের মজিবর রহমানের স্ত্রী জমিরন বেগম (৩২) গত রবিবার বিকেলে নিজ বাড়ীর আম গাছের সাথে পাটের রশি পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। একই দিন সন্ধ্যা দুয়াজানী গ্রামের সোহেল রানার স্ত্রী নববধূ সুমাইয়া বেগম (১৮) বিষ পান করে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অপমৃত্যু দুই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।







(আরকেএস/এস/নভেম্বর ১৪ ,২০১৬ )